ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫

১১ ভাদ্র ১৪৩২, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

দুইদিন বিএসএমএমইউর বহি:বিভাগ বন্ধ থাকবে

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ: ১৮:১৫, ৯ অক্টোবর ২০২৪

দুইদিন বিএসএমএমইউর বহি:বিভাগ বন্ধ থাকবে

দুর্গাপূজা উপলক্ষে দুই দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কিছু সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১২ অক্টোবর ও ১৩ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, হাসপাতালের বহির্বিভাগ, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস এবং পিসিআর ল্যাব বন্ধ থাকবে। তবে প্রচলিত নিয়মে খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল ও সুপার স্পেশালাইজড হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ।

আরও পড়ুন