ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫

২৭ বৈশাখ ১৪৩২, ১২ জ্বিলকদ ১৪৪৬

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯:২০, ২ জানুয়ারি ২০২৫ | আপডেট: ২০:৫২, ২ জানুয়ারি ২০২৫

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক

অবশেষে বিয়ের পিড়িতে বসলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক। দীর্ঘদিনের বান্ধবী ফ্যাশন ডিজাইনার আশনা শ্রফকে বিয়ে করেছেন ‘বোল দো না জারা’ গায়ক। রোদের আলো ও ফুলের পাপড়ির ছোঁয়ায় চারহাত এক করলেন আরমান-আশনা। 

ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের এ সুখবর দিয়েছেন নবদম্পতি। বিয়ের ছবি শেয়ার করে আরমান ক্যাপশনে লিখেছেন, ‘তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, বিয়ের জন্য দু’জনই বেছে নিয়েছিলেন সাবেকি সাজ। আশনা পরেছিলেন কমলা রঙের লেহেঙ্গা ও তার সঙ্গে মানানসই পান্না খচিত গয়না। অন্য দিকে আরমান পরেছিলেন পিচ রঙের শেরওয়ানি। আত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই বিয়ে করলেন এ দম্পতি।

২০২৩-এর আগস্ট মাসে বাগদান পর্ব সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। তাদের বাগদানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন এ দম্পতি।

বাগদান সারার আগে প্রেমিকার জন্য বিশেষ এক কাজ করেছিলেন গায়ক। ‘কসম সে: দ্য প্রোপোসাল ফর হিস লেডি লভ’ নামে একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন গায়ক। আশনাকে প্রেমের বার্তা দেওয়ার জন্যই এই গান তৈরি করেছিলেন আরমান।

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক আরমান মালিক। শুধু হিন্দি নয়, তেলুগু, ইংরেজি, বাংলা, কন্নড়, মরাঠি, তামিল, গুজরাতি, পাঞ্জাবী, উর্দু ও মালয়লম ভাষায় গান গেয়েছেন। গায়ক ও সঙ্গীত পরিচালক আমাল মালিকের ছোট ভাই হচ্ছেন আরমান মালিক।

আরও পড়ুন