ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫

১১ ভাদ্র ১৪৩২, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

বেসনের যত গুন

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯:৪০, ১৩ নভেম্বর ২০২৪

বেসনের যত গুন

রুপচর্চায় কতশত কসমেটিকস ব্যবহার হয়। বাজারে ভালোমানের ক্লিনজার,টোনার পাওয়া গেলেও অধিকাংশেই কেমিকেল থাকার ঝুঁকি থাকে। প্রাকৃতিক অনেক উপাদানের মধ্যেই বিদ্যমান থাকে এমন উপাদান যা নিমেষে আপনার ত্বকের যত্নে কার্যকরী-

প্রাকৃতিক ক্লিনজার হিসেবে বেসনের জুরি নেই। সপ্তাহে তিনবার ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল। ডিপ ময়েশ্চারাইজার হিসেবে বেসন বেশ কার্যকারী। 

বেসনের প্যাক তৈরি
কাঁচা দুধ, চালের গুঁড়ো, বেসন ,কাঠবাদাম,মধুর মিশ্রনে বেসনের প্যাক ত্বকের দাগ দূর করে। ত্বক হয় নরম,কোমল।

শীতে ত্বকের যত্নে বেসনের প্যাক লাগিয়ে দেখুন। ফলাফল হাতেনাতে। 

আরও পড়ুন